শেয়ারবার্তা ২৪ডটকম, ঢাকা: পুঁজিবাজারে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমছে। চলমান মন্দা অবস্থা বিরাজ করা বিনিয়োগ ঝুঁকি এড়াতে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। ফলে বিদেশি বিনিয়োগ কিছুটা কমেছে। তবে এ সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, বিদেশি বিনিয়োগ বাজারের গভীরতা বাড়ায়। এ জন্য বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। বর্তমান বাজারে বিনিয়োগ নিরাপত্তা ইস্যুতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। এ সংকট দূর করতে হবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা ২৩১ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ১০২ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে ৩২৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৩৮৪ টাকার শেয়ার বিক্রি করেছেন। সে হিসাবে আলোচ্য সময়ে ৯৬ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ২৮২ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা।

তবে চলতি অর্থবছরের (২০১৯-২০) জুলাই ও আগস্টের চেয়ে অক্টোবরে বিদেশিদের শেয়ার বেশি বিক্রির পরিমাণ কমেছে। জুলাইয়ে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার বেশি বিক্রি হয়েছিল ১৬৪ কোটি ৬৮ লাখ টাকা এবং আগস্টে ১০২ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসেবে অক্টোবরে শেয়ার বেশি বিক্রি পরিমাণ তুলনামূলক কমেছে।

আর অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট ৫৬০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৮৬ টাকার লেনদেন হয়েছে। এর আগের মাসে লেনদেন ছিল ৫৭৫ কোটি ৯৩ লাখ ২৬৮ টাকা। সেই হিসাবে বিদেশি পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ কমেছে ১৫ কোটি ৭১ হাজার ৭৮২ টাকা।

এদিকে সেপ্টেম্বরে বিদেশিরা ডিএসইর মাধ্যমে ২৫৭ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৪৮০ টাকার শেয়ার ক্রয় করেন। বিপরীতে বিক্রি করেছে ৩১৮ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৮৮ টাকার শেয়ার। ফলে সেপ্টেম্বরে ৬০ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩০৮ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা।

এর আগে আগস্টে সেপ্টেম্বরে বিদেশিরা ডিএসইর মাধ্যমে ১৭৬ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৪০৮ টাকার শেয়ার ক্রয় করেন। বিপরীতে বিক্রি করেছে ২৭৯ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৯১১ টাকার শেয়ার। ফলে আগস্টে ১০২ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৫০৩ টাকার শেয়ার বিক্রি বেশি করেছেন বিদেশিরা। তার আগে জুলাইয়ে সেপ্টেম্বরে বিদেশিরা ডিএসইর মাধ্যমে ৩০৯ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৮৩৯ টাকার শেয়ার ক্রয় করেন। বিপরীতে বিক্রি করেছে ৪৭৪ কোটি ৩ লাখ ৪৬ হাজার ১৮ টাকার শেয়ার। ফলে জুলাইয়ে ১৬৪ কোটি ৬৭ লাখ ৮ হাজার ১৭৯ টাকার শেয়ার বিক্রি বেশি করেছেন বিদেশিরা।