শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: শেয়ারবাজারের ২৮ ব্যাংকে রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ রয়েছে ৪৬৫ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ২৯১ টাকা। এর মধ্যে ১৩ ব্যাংকের শেয়ারের বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে নিচে নেমে গেছে। ব্যাংকগুলো হল- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক,

এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। আইসিবির ২০১৭-১৮ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে আইসিবির বিনিয়োগকৃত ১৩ ব্যাংককে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি ৬ লাখ ২৬১ টাকা। বর্তমান বাজার মূল্যে ১৩ ব্যাংকের শেয়ারদর প্রায় অর্ধেকে নেমে গেছে। সেই হিসাবে

আইসিবির ১নং পোর্টফলিও-এর তথ্যানুযায়ী, এবি ব্যাংকের ২ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৮৫৩টি শেয়ার ২৮.৪৩ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৭৪ কোটি ১ লাখ ৬৮ হাজার ৮২৩ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১১.৪০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২৯ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৩০৯ টাকা। সে হিসেবে এবি ব্যাংকে আইসিবির লোকসান রয়েছে ৪৪ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৫১৪ টাকা।

আইএফআইসি ব্যাংকের ৩ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ১৬১টি শেয়ার ১৪.৪১ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৫০ কোটি ৫ লাখ ২৪ হাজার ৭৩৪ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১০.৩০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৩২২ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ১২ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৪১১ টাকা।

ইসলামী ব্যাংকের ৪৯ লাখ ১৭ হাজার ৩৪০টি শেয়ার ৩০.৩০ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৪৬৪ টাকা। যার বর্তমান বাজার মূল্য ২৩.৬০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১১ কোটি ৭০ লাখ ৩২ হাজার ৬৯২ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৭৭২ টাকা।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ৮৮ লাখ ১৪ হাজার ৬০টি শেয়ার ১৯.৯৭ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৮৭৫ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৬.৯০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ২০৮ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ২ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৬৬৭ টাকা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ লাখ ৯৬ হাজার ৭১৮টি শেয়ার ২২.৮৫ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৪৪ লাখ ৯৫ হাজার ১০১ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৮.৮০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৩৬ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ৮ লাখ ১৬ হাজার ৪৭৫ টাকা।

ঢাকা ব্যাংকের ৬১ লাখ ২১ হাজার ৩০৫টি শেয়ার ১৭.২৫ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১০ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ১২৩ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৩.৮০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার ৬৬১ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৪৬২ টাকা।

এক্সিম ব্যাংকের ১০ লাখ ৭৬ হাজার ২৮৩টি শেয়ার ১৩.০৯ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৬৮১ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১০.৪০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৭১৪ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ৩০ লাখ ৯৬৭ টাকা।

ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৪৯৮টি শেয়ার ১১.০৯ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ৮৩০ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ১ কোটি ৪৬ লাখ ১৩ হাজার ৭৯৪ টাকা।

আইসিবি ইসলামী ব্যাংকের ৪১ লাখ ৮২ হাজার ৪৫টি শেয়ার ৭.৪০ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৩ কোটি ৯ লাখ ৬২ হাজার ৬৬৬ টাকা। যার বর্তমান বাজার মূল্য ৪.২০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ৫৮৯ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৭৭ টাকা।

ন্যাশনাল ব্যাংকের ২৯ লাখ ৩৬ হাজার ২৮৮টি শেয়ার ১১.২২ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৩০২ টাকা। যার বর্তমান বাজার মূল্য ৮.৭০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৬৯২ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা।

প্রাইম ব্যাংকের ২১ লাখ ১১ হাজার ৩১টি শেয়ার ১৮.৫৯ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৯৪৪ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৭.১০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৭৩৩ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ২৯ লাখ ৩৬ হাজার ২১১ টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের ৬২ লাখ ২৪ হাজার ১৮২টি শেয়ার ২১.৩২ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ১৩ কোটি ২৭ লাখ ২১ হাজার ২৭২ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৪.৮০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৮২১ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ৩ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৪৫১ টাকা।

সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৯৮৮টি শেয়ার ১৮.৯৮ টাকায় কিনেছেন। যার ক্রয় মূল্য হয়েছে ৬৬ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৩৬৮ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১৪.৯০ টাকা অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৫২ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৫১৮ টাকা। সে হিসেবে ব্যাংকটিতে আইসিবির লোকসান রয়েছে ১৩ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।