শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  পুঁজিবাজারের সঙ্গে জড়িত নানা অনিয়মের কারনে ১৭৪ কোম্পানি জরিমানা ও সতর্কীকরন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরমধ্যে ৬৭টিকে জরিমানা ও ১০৭টিকে সতর্কীকরন করা হয়েছে। বিএসইসির সম্প্রতি প্রকাশিত ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওইসময় সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে তালিকাভুক্ত কোম্পানি ও পরিচালকদেরকে। ৫৪টি তালিকাভুক্ত কোম্পানি/পরিচালককে জরিমানা করা হয়েছে। এরপরের অবস্থানে থাকা ১১টি স্টক ব্রোকার/স্টক ডিলারকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি সতর্কীকরন করা হয়েছে স্টক ব্রোকার/স্টক ডিলারকে। ওই সময় ৩৫টি স্টক ব্রোকার/স্টক ডিলারকে সতর্কীকরন করা হয়েছে।

এরপরের অবস্থানে থাকা ৩৩টি তালিকাভুক্ত কোম্পানি/পরিচালককে সতর্কীকরন করা হয়েছে। এছাড়া ৬টি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, ৩জন অনুমোদিত প্রতিনিধি, ২জন মার্চেন্ট ব্যাংকার, ১জন সম্পদ ব্যবস্থাপক ও অন্যান্য ২৭জনকে সতর্কীকরন করা হয়েছে।