শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আজ তাদের অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।তবে এরমধ্যে এক স্ট্যান্ডার্ড সিরামিকসের ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীরা সন্তুষ্টু নন। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

ফার্মা এইড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৭ সালে ফার্মা এইড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এটলাস বাংলাদেশ: পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস । ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৩৯ পয়সা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪৮ টাকা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

স্ট্যান্ডার্ড সিরামিকস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ । ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পযসা এবং কোম্পানির শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।