saif powerশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ কোম্পানির তালিকায় রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৬৪ শতাংশ।  এটিই ছিল আজ ডিএসইতে কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৫৮ টাকা দরে। এদিন কোম্পানির ৩ হাজার ৪০৫ বারে ৩১ লাখ ৮৬ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের ৬০ পয়সা বা ৫ দশমিক ৪৫ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১০ টাকা ৪০ পয়সা দরে। এদিন কোম্পানির  ৪৭৬ বারে ১০ লাখ ৭৮ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ফ্যামিলি টেক্স, সেন্ট্রাল ফার্মা ও ন্যাশনাল পলিমার।