share lagoকোন পথে হাঁটছে দেশের পুঁজিবাজার, এ প্রশ্ন এখন লাখ লাখ বিনিয়োগকারীদের। গত দুই কার্যযদিবসে বাজারের অস্থির আচরনে বাজার নিয়ে প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীরা। তাছাড়া সরকার সহ নীতি নির্ধারকদের আন্তরিকতায় বাজার কিছুটা ঘুরে দাঁড়ালো গত দুই কার্যদিবসের আচরনে কিছুটা বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা শঙ্কিত।

সবার এখন একটা প্রশ্ন আবারও উল্টো পথে হাঁটছে দেশের পুঁজিবাজার। দেশের অর্থনীতির সব সূচক যখন ওপরের দিকে উঠছে ঠিক একই সময়ে নিচের দিকে নামছে প্রধান পুঁজিবাজারের সূচক। রাজনৈতিক অস্থিরতা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আগের তুলনায় প্রবৃদ্ধি বাড়লেও কোম্পানিগুলোর শেয়ার দর কমছে।

কোন কারণ ছাড়াই যেন বাজারে মন্দাবস্থা আগের তুলনায় দীর্ঘস্থায়ী হচ্ছে। আগের ধারাবাহিকতায় দেশের বাজারে বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তাছাড়া মেজবাহ উদ্দিন বাদল নামে এক বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, গত দুই কার্যযদিবসের ব্যাপক দরপতন হয়েছে, যারা পত্রিকায় লেখা-লেখি করেন, তারা কি বলবেন। খুশী হয়েছেন নাকি অন্য কিছু! শেয়ার মার্কেটে ইনভেষ্টর কারা, কোম্পানীগুলো কোন দেশের? সবই তো আমাদের দেশের নাকি অন্য দেশের। ২০১০ সালের শেয়ার বাজার পতনের পর আবার ২০১৭ সালে শেয়ার বাজার যখন একটু উর্ধ্বমুখী হয়েছে, তখনই পত্রিকা গুলো আতংকিত সংবাদ দেয়া শুরু করলো, কারন কি?

এমনকি বিশাল ফিচার আকারে ব্যাখ্যা, বিশ্লেষণসহ লিখলেন একটি নিউজের সম্পাদক। দীর্ঘ ৬ বছর যখন শেয়ার বাজার তলানীতে ছিলো, গতিহীন ছিলো, বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে সবাই চলে গিয়েছিলো তখন তো কেউ লিখেন নাই। কেনো? রহস্যটা কি, কারনগুলো কি? একটি দেশের অর্থনীতির সূচক শেয়ার বাজার।

শেয়ার বাজার এ দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে, ভবিষ্যতেও রাখবে। অর্থনীতিতে শেয়ার বাজারের এ অবদান শুধুমাত্র আমাদের দেশেরই নয়, সারা বিশ্বের দেশসমুহে রাখে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, দেশের অর্থনীতিতে সাধারন মানুষের অবদান রাখার জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে শেয়ার বাজারকে একটি স্বাভাবিক, সুস্হ ধারায় ফিরিয়ে আনার যখন উদ্যোগ নিয়েছেন ঠিক সেই মুহুর্তে কিছু লোক এর পিছনে লেগেছে। তাদের উদ্দেশ্য কি, কি চায় উনারা।

কলাম লেখক, সিইও, সিকদার গ্রুপ