emerald oilশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে । তবে ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি মিলেনি। কোম্পানিটির কাছ থেকে বিনিয়োগকারীরা আরো ভালো ডিভিডেন্ড প্রত্যাশা করছিল।

তাছাড়া কোম্পানিটি গত বছরের তুলনায় এ বছর কম ডিভিডেন্ড ঘোষনা করেছে। ফলে বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল নেই। আজ শনিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.২৩ টাকা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর সকাল ১০ টায়, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।