ranar-rodsoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে রোড শো করেছে রানার অটোমোবাইলস লিমিটেড। বুধবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কোম্পানির এ রোড-শো অনুষ্ঠিত হয়।

রোড-শোতে কোম্পানিটি জানায়, পুঁজিবাজার থেকে তারা ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ করবে ৩৩ কোটি টাকা। আর ৬৩ কোটি টাকা দিয়ে নতুন মডেলের মোটরসাইকেল তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান মডেলগুলোর মান বাড়ানোর কাজে ব্যয় করবে। এছাড়া বাকি ৪ কোটি টাকা খরচ হবে আইপিও প্রক্রিয়ায় মূলধন সংগ্রহ কাজে।

কোম্পানির চলতি বছরের ৩০ জুন ২০১৬ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা। কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা  এবং পরিশোধিত মূলধন রয়েছে ৯৪ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও রেজিস্ট্রার টু ইস্যুয়ার হিসেবে রয়েছে লংঙ্কা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

অনুষ্ঠানে কোম্পানি চেয়ারম্যান হাফিৃজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মোজাম্মেল হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্য, চীফ ফাইন্যান্স অফিসার, সচিবসহ কোম্পানির কর্মকতরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রোড-শোতে উপস্থিত ছিলেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ প্রতিনিধিরা।