ambee pharmaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মা লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৮৩ শতাংশ। তবে এমবি ফার্মার টানা দরবৃদ্ধি কারসাজি বাজারের লক্ষণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। কারন টানা দরবৃদ্ধি কোন কোম্পানির শেয়ার শুভ লক্ষণ নয়।

ambee 1ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৫ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সিফুডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৫৮ শতাংশ। সমাপ্ত সপ্তাহে শেয়ারটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৫ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির দর ১১ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ৮ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা মিথুন নিটিংয়ে ১১ দশমিক ৮৬ শতাংশ, এনভয় টেক্সটাইলে ১১ দশমিক ৮০ শতাংশ, বঙ্গজে ১১ দশমিক ৬৩ শতাংশ, ফার্মা এইডে ১১ দশমিক ৫০ শতাংশ, লিগাছি ফুটওয়্যারে ১১ দশমিক ৩৮ শতাংশ, সোনালী আঁশে ৯ দশমিক ২৯ শতাংশ এবং বিচ হ্যাচারিতে ৯ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে।