dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থার মধ্যে লেনদেন শেষ হয়েছে। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন। অধিকাংশ বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ শুরু করছেন।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেলেও সব ধরনের মূল্য সূচক বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৩ দশমিক ২ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৫৬ কোটি ৪৭ লাখ টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭০ কোটি ৮ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৩ কোটি ৬০ লাখ টাকার।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৫৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে  দশমিক ৬৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে  দশমিক ৭৭ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬৭ শতাংশ বা ৩০ দশমিক ৩৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৪৫ শতাংশ বা ৭ দশমিক ৮৮ পয়েন্ট। অপরদিকে,শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৫৩ শতাংশ বা ৫ দশমিক ৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির। আর দর কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক বেড়েছে দশমিক ৯৬ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির। আর দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।