dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ৯ দিন ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। সে অনুযায়ী আগামীকাল রোববার দেশের উভয় পুঁজিবাজারের শুরু হচ্ছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ঈদ উপলক্ষে ১ থেকে ৯ জুলাই মোট ৯ দিন বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজার।

সূত্র জানায়, ঈদের ছুটির পর ১০ জুলাই থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। ঈদুল ফিতরের ছুটির পর আগের মতোই দুই শেয়ারবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে। লেনদেন যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা এবং দাফতরিক কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আধা ঘণ্টা করে কমানো হয়। রমজান মাসে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়। আর ডিএসই ও সিএসই দুই স্টক এক্সচেঞ্জে অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।