dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢা্কা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের পুঁজিবাজার ৯ দিনের ছুটি কবলে পড়তে যাচ্ছে। আগামী ১লা থেকে ৯য় জুলাই টানা নয় দিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে দেশের উভয় স্টক একচঞ্জে। বিষয়টি আগামী রোববার (১৯ জুন) পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।

এবার ঈদুল ফিতর ৬ জুলাই (বুধবার) সম্ভাব্য ধরে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এছাড়াও রোববার (৩ জুলাই) শবে কদরের ছুটি রয়েছে। এর পরে সোমবার (৪ জুলাই) একদিন অফিস রয়েছে। ফলে ওইদিন অফিসে এক রকম অঘোষিত ছুটি থাকবে।

সে হিসেবে ছুটি শুরু হবে ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) পর্যন্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রোবারের বোর্ড সভার পরই জানা যাবে। এছাড়াও ব্যাংক, বিমা ও অফিস-আদালতের কর্মকর্তা ও কর্মচারীরাও ৪ জুলাই বন্ধ নিয়ে টানা নয় দিন ছুটির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।