dse indexশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দিনভর সুচকের উঠানামার মধ্যে থাকলেও দিনশেষে সামান্য সুচক বৃদ্ধি পেয়েছে। তবে বাজেট পরবর্তী বাজারে সুচকের উঠছানামার মধ্যে চলছে। এর মধ্যে আবার মাঝে মধ্যে সুচকের উকি মারছে। সুচকের উকি মারলে ও স্থিতিশীল বাজারের লক্ষন দেখা যাচ্ছে না। বর্তমান বাজারে কারসাজি চক্র নিয়ন্ত্রন করছে বলে একাধিক বিনিয়োগকারী অভিযোগ করেন।

এদিকে আজ লেনদেনে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকে সামান্য উত্থান হয়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমান। তবে আগের দুই কার্যদিবস ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছিল। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

gainডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪০৯.০৯ পয়েন্টে। যা রবিবার (১২ জুন) ৯.৫৮ পয়েন্ট ও সোমবার (১৩ জুন) ৪ পয়েন্ট কমেছিল। আজ ডিএসইতে ৩৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যার পরিমাণ সোমবার ছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

ডিএসইতে মঙ্গলবারের লেনদেনের মাধ্যমে টানা ষষ্ঠ দিন ধরে লেনদেনে শীর্ষে রয়েছে একমি ল্যাবরেটরিজ। এদিন কোম্পানির ২১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আমান ফিডের ২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেল।

লেনদেনে এরপর রয়েছে— লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। সিএসইতে সিএসসিএক্স মূল্যসূচক ২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২৪৯.০৮ পয়েন্টে। যা রবিবার ১১.২৮ পয়েন্ট ও সোমবার ১৬.১৯ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৭ লাখ টাকার। যার পরিমান আগের দিন ছিল ২২ কোটি ১৯ লাখ টাকা।