dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার স্থিতিশীলতার আভাস দিচ্ছে, তাই মাঝে মধ্যে সুচকের কারেকশন হচ্ছে। বাজার যেমন একটানা বাড়া ভাল দিক নয়, তেমনি টানা কমা ভাল দিক নয়। তাই সুচকের কারেকশন বাজারের জন্য ভাল দিক বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। গত কয়েকদিন পুঁজিবাজার ভালো থাকায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা দেখা যাচ্ছে। কম লাভ হলেও তারা মুনাফা তুলতে শেয়ার ছেড়ে দিচ্ছেন।

এ কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সকাল থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। এখন পর্যন্ত সূচকের পাশাপাশি বেড়েছে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে।

একইভাবে বাজার তালিকাভুক্ত ৯২টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৬২টি। শেয়ারগুলো হাত বদল হয়েছে ৩৩ হাজার ৭৫৫ বার।

অন্যদিকে  এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে  তিতাস গ্যাস, লার্ফাস সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ার, মবিল যমুনা, এসপিসিএল, ইউনাইটেড ইয়ার, ইফাদ অটোস, বিএসআরএম স্টিল, পরিন ডরিন পাওয়ার, সিনো বাংলা ও ইসলামী ব্যাংক।