titas gasশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।  আজ এই কোম্পানিটি ৩৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন কোম্পানির ৬৮ লাখ ২১ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন হয়। এদিকে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্ট ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আজ কোম্পানিটি মোট ৩৪ লাখ ৭৪ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন করেছে। তবে এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৪২ শতাংশ।

সাইফ পাওয়ারটেক ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমজেএলবিডি ১৫ কোটি টাকা, এসপিসিএল ১৪ কোটি টাকা, লিন্ডে বিডি ১১ কোটি টাকা,

বিএসআরএম লিমিটেড ৯ কোটি টাকা, সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ কোটি ৯৭ লাখ টাকা, ইউনাইটেড এয়ার ৮ কোটি ৪৪ লাখ টাকা ও ইসলামী ব্যাংক ৭ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।