শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ন্যাশনাল হাউজিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের এজিএম আগামী ২২ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন লেকশোর হোটেল রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২ এজিএম অনুষ্ঠিত হবে।
রিপাবলিক ইন্স্যুরেন্স: রিপাবলিক ইন্স্যুরেন্সর এজিএম আগামী ২৫ মে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন হল, কাকরাইলে অনুষ্ঠিত হবে।
রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রুপালী ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৬ মে সকাল ১১টায় ইম্পেরিয়াল কনভেনশন সেন্টার মালিবাগ, ডিআইটি রোডে অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল লিজিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এই কোম্পানির এজিএম আগামী ২৬ মে সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।
ফিনিক্স ফিন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এই কোম্পানির এজিএম আগামী ২৬ মে সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।