শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের অন্যতম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব:) মো. ইমদাদুল ইসলাম। তিনি বিকে ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক।
সিএসইর সূত্র জানিয়েছে, আজ শনিবার নির্বাচনে মোট ভোট পড়ে ৭৪টি। এর মধ্যে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ৩৪ ভোটের ব্যবধানে অর্থ্যাৎ ২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আজ ২১ মে, সকাল ৯টায় চট্টগ্রাম আগ্রাবাদের সিএসই ভবনের কনফারেন্স হলে ভোট গ্রহন শুরু হয়ে ২টা পর্যন্ত চলে।
সিএসই’র পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন অবসরে যাবেন। আর এ পরিচালক পদের জন্য নির্বাচন হয়। তবে অবসরে যাওয়া মো: মহিউদ্দীন আর্টিক্যাল অব এসোসিয়েশন অনুযায়ী আলোচিত পদে পুন:নির্বাচনে অংশ গ্রহন করেন।