শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের অন্যতম স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন এম সাইফুর রহমান মজুমদার। তিনি মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বৃহস্পতিবার কমিশনের ৫৭৩তম সভায় তাকে নিয়োগ প্রদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালের ৩০ নভেম্বর ওয়ালি-উল-মারুফ মতিন সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ১ ডিসেম্বর সিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন ওয়ালি-উল-মারুফ মতিন। বিএসইসির ৫৩১তম সভায় তাকে সিএসইর এমডি হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ওয়ালি-উল- মারুফ মতিন এর আগে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।