CMC-KAMAL-শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস বন্ড ইস্যুর সিদ্ধান্ত সংশোধন করেছে। কোম্পানিটি ৩০০ কোটি টাকার বদলে ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। সিএমসি কামাল প্রাইভেট-প্লেসমেন্টের মাধ্যমে বিএমআরই প্রকল্পের জন্য বন্ড ইস্যু করবে।

উল্লেখ্য, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।