premierশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি  প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা মো. মিজানুর রহমান নিজ কোম্পানির ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন । কোম্পানিটিতে এ উদ্যোক্তার ধারণকৃত শেয়ারের পরিমাণ ৫৪ লাখ ৮১ হাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ১৯ মে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম করবে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে প্রিমিয়ার লিজিংয়ের পরিচালনা পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১২ টাকা ১৩ পয়সা।

সর্বশেষ ২০১১ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। এর পর অবশ্য কোনো হিসাব বছরে লোকসান না দেখালেও লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার এ শেয়ারের দর ৮ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৪০ পয়সায়।