শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (Consolidated)) ০.৪৩ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে (Consolidated)) ০.৩৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে (Consolidated)) ১২.৮০ টাকা।
যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫০ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৪৯ টাকা এবং ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত এনএভিপিএস ছিল ১২.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৭ টাকা।