শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি তৌসরিফা ইন্ড্রাস্টিজের পরিচালনা পর্ষদ বোর্ড সভা তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে তৌসরিফা ইন্ড্রাস্টিজের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।