শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সম্প্রতি আইপিও সম্পন্ন করা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এই ইপিএস হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, কোম্পানিটি গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৬৬ পয়সা। একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকা।
উল্লেখ্য, গত ৩ মাসে (অক্টোবর,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার প্রতি আয় করেছে ২১ পয়সা। আর আইপিও পূর্ববর্তী কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা। একই সময়ে কোম্পনিটি কর পরবর্তী মুনাফা করেছে ১ কোটি ৭০ লাখ টাকা।