শেয়ার বার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা এবং কনসোলিডেটেড ইপিএস ১ টাকা ২৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সা এবং কনসোলিডেটেড এনএভি ১৪ টাকা ২৮ পয়সা । ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল এবং রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।