স্টাফ রিপোর্টার, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পুবালী ব্যাংক লিমিটেড স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে । আগামী ১০ মার্চ বৃহস্পতিবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর পূবালী ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।