পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নর্দার্ন জুটের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি সাপেক্ষে) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.০৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৮৭.২২ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ১১.৬২ টাকা।

আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ১৯৯৪ সালে নর্দার্ন জুট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
স্টাফ রিপোর্টার