শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে সমাপ্ত অর্থবছরে ১৮ কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করে। তবে নো ডিভিডেন্ড ঘোষণা করলেও এর মধ্যে অধিকাংশ কোম্পানি মুনাফায় ছিলো। এছাড়া কয়েকটি কোম্পানি মুনাফা থেকে লোকসানে রয়েছে।

তবে এর মধ্যে পাঁচ ব্যাংক প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় মুনাফা তুলনামুলুক ভালো অবস্থানে রয়েছে। মুনাফার শীর্ষে ব্যাংক গুলো হলো: ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংক, পুবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রাক ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে মুনাফার শীর্ষে অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি ২৫-মার্চ ২৫) পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা বা ৪৭ শতাংশ।

যমুনা ব্যাংক: মুনাফায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে যমনা ব্যাংক পিএলসি। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি ২৫-মার্চ ২৫) পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ১০ শতাংশ।

পূবালী ব্যাংক: মুনাফায় তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি ২৫-মার্চ ২৫) পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ০.০৬ পয়সা বা ৪ শতাংশ।

উত্তরা ব্যাংক: মুনাফায় চতুর্থ অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকের চলতি বছরের (জানুয়ারি ২৫-মার্চ ২৫) পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৮ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা ১১৫ শতাংশ।

ব্যাংক এশিয়া: ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি ২৫-মার্চ ২৫) পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৭ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৫ পয়সা বা ১১২ শতাংশ।