শহীদুল ইসলাম, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের উত্থান হলেও এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তেমনি সূচকের সাথে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। তবে এ নিয়ে টানা দুই কার্যদিবস কিছুটা সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কিছুটা দু:চিন্তায় বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীরা অভিযোগের সুরে বলেন, এ ভাবে পুঁজিবাজার চলতে পারে না। পুঁজিবাজারে আমরা যেন বিনিয়োগ করে ভুল করছি। মুলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরে চলমান দ্বন্ধে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নি:স্ব হওয়ার পথে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, দর কমেছে ১৬৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৮৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে ২২৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ টির দর বেড়েছে, কমেছে ১১৫ টির এবং ৪০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।