শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতনকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে সাম্প্রতিক বাজারের নিম্নমুখী প্রবণতা পর্যবেক্ষণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটির সদস্যরা হলেন: বিএসইসির অতিরিক্ত পরিচালক শামসুর রহমান, বিএসইসির উপ-পরিচালক ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
রোববার (২৭ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক শফিউল আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি পুঁজিবাজারে চলমান দরপতনকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করায় বিনিয়োগকারীদের স্বার্থে এ সংশ্লিষ্ট তদন্ত করা প্রয়োজন মনে করছে বিএসইসি। ফলে পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক বড় পতনের কারণগুলো চিহ্নিত করবে। এছাড়া পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিতকরণ, অন্যান্য আনুষাঙ্গিক বিষয় খতিয়ে দেখা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করবে তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪৯ পয়েন্ট। এতে প্রধান সূচকটি প্রায় চার বছর বা ৪৬ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। এতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আতঙ্ক ভারী হচ্ছে।