শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুই কোম্পানির মুনাফা বাড়লেও দুই কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। ডিএসই ও কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানিগুলো হলো: অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত (consolidated) আয় (EPS) হয়েছে ৫০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির স্বতন্ত্র ইপিএস হয়েছিল ৪৮ পয়সা।

রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড : খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সা।

ডিবিএইচ ফাইন্যান্স: আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২২ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা।