শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর সূচক কমলেও লেনদেন বেড়েছে ২৭৫ কোটি টাকার বেশি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও পুঁজিবাজারে পতন হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে প্রায় ১৭ পয়েন্ট। সূচকের এমন পতনের দিনেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছুঁয়ে হল্টেড হয়েছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: বিবিএস লিমিটেড, তাওফিকা ফুডস, অ্যাসোসিয়েট অক্সিজেন, এসএস স্টিল, ডমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিথুন নিটিং, গোল্ডেন হার্ভেস্ট, পিপলস লিজিং এবং আরামিট লিমিটেড।

এদিন কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করে হল্টেড হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা শেষ বেলা পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারেননি। কোম্পানিগুলোর মধ্যে আজ বিবিএস লিমিটেডের দর বেড়েছে ৯.৯৪ শতাংশ, তাওফিকা ফুডসের ৯.৯৩ শতাংশ, এ্যাসোসিয়েট অক্সিজেনের ৯.৯২ শতাংশ, এসএস স্টিলের ৯.৮৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৮০ শতাংশ,

এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৭৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৭৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট ৯.৬৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.০৯ শতাংশ এবং আরামিট লিমিটেডের ৮.৭৩ শতাংশ। এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ কিনারায় গোল্ডেন সনের শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির লেনদেন আজ আগের দিনের চেয়ে বেড়েছেও।