শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। মুলত স্বল্পমুলধনী ও নো ডিভিডেন্ড কোম্পানির শেয়ারে আধিপত্য থাকলেও ভালো মৌল ভিত্তি শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকায় বাজার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মুলত স্বল্পমুলধনী ও নো ডিভিডেন্ডের কোম্পানির শেয়ারের ধারাবাহিক দর বাড়লেও নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই নিরব ভুমিকা পালন করছেন।

এছাড়া কোন যৌক্তিক কারণ ছাড়াই বাড়ছে স্বল্পমূলধনী নো ডিভিডেন্ড কোম্পানির শেয়ার দর বাড়ার হিড়িক। তাই আলামতবিহীন বা মূল্য সংবেদশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দর বাড়াকে স্বাভাবিকভাবে দেখছেন না পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, আলামত বিহীন স্বল্পমূলধনী নো ডিভিডেন্ড কোম্পানির শেয়ার দর বাড়া সন্দেহের জন্ম দেয়। মূল্য সংবেদশীল তথ্য ছাড়া এ শেয়ার দর বাড়া স্বাভাবিক বাজার রুপের বহি:প্রকাশ নয়। অকারনে বাড়া শেয়ার কিনে লাভবান হওয়ার চেয়ে পুঁজি হারানোর সম্ভাবনা বেশি সৃষ্টি হচ্ছে বলে জানান তারা। তাই স্বল্পমূলধনী ও নো ডিভিডেন্ড কোম্পানির দর বাড়া নিয়ে চিন্তিত সাধারন বিনিয়োগকারীরা।

স্বল্পমূলধনী ও নো ডিভিডেন্ড কোম্পানির শেয়ার দর বাড়ার কারনে বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না বলে মনে করেন তারা। তাই বাজারের স্বাভাবিক রুপ ফিরয়ে আনতে স্বল্পমুলধনী কোম্পানিগুলোর শেয়ার দর নিয়ন্ত্রনে বিশেষ হস্তক্ষেপ কামনা করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৭০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং দুই হাজার ১০৬.৭১ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ২৩.৯১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৫৫টির বা ১৮.৫২ শতাংশের এবং ১৭১টির বা ৫৭.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২২.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৫.৯৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২.৫৮ পয়েন্ট ৫.৪১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক, সিএসই-৫০ সূচক ১.৩৭ পয়েন্ট এবং সিএসআই ২.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬১.১৪ পয়েন্টে, ১৩ হাজার ২৮২.০৩ পয়েন্টে, একহাজার ৩০৩.২৭ পয়েন্টে এবং একহাজার ১৬৯.০৩ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৩টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।