শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) দাপট দেখিয়েছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো: শমরিতা হাসপাতাল, খান ব্রাদার্স পিপি ব্যাগ, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, মেঘনা সিমেন্ট, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড। এই ৬ কোম্পানি শেয়ার দরবৃদ্ধিও শীর্ষ তালিকায় অবস্থান করছে। ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে অবস্থান করছে শমরিতা হাসপাতাল। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৩২.২৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার চার নম্বরে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৩২.৯২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটির ৭১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদাসং পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১.৮০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৪৪ কোটি ৯৯ লাখ ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪.০০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৫৫ লাখ ২৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯.৩৯ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৯ কোটি ৮৪ লাখ ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে এক কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৫৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মেঘনা সিমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮.৮৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৬ কোটি ১৪ লাখ ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে এক কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৭ম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৯.০৩ বেড়েছে শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৫০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ২৫ লাখ ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৯ম স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৭৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৮ লাখ ১১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪.০৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১২৭ কোটি ২৩ লাখ ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ২৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৮ম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৩৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ২ কোটি ৬৫ লাখ ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।