শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার বীমা কোম্পানি ও এক আর্থিক খাতের কোম্পানির তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো: সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) , ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স লিমিটেড।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড : সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৭ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৬১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৪২ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৮ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ০১ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১৯ পয়সা ইপিএস হয়েছিল।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত (consolidated) শেয়ার প্রতি ৫৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ৪৮ পয়সা।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত (consolidated) ইপিএস হয়েছে ১ টাকা ২০ পয়সা।

গতবছর একই সময়ে ১ টাকা ৩২ পয়সা সমন্বিত (consolidated) আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৭১ পয়সা।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) : সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ৩৯ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯০ পয়সা। গতবছর একই সময়ে ৮৩ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৪ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড : ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ০৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৫ টাকা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২০ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১১ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছিল।

ইসলামিক ফাইন্যান্স: ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৫৫ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।