শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দীর্ঘ দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। মুলত বিমা খাতের চমকে সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। ফলে সূচক, লেনদেন এবং দাম কমার বিপরীতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে সোমবার দরপতনের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্থান হলো।

এছাড়া পুঁজিবাজার কিছুটা স্থিতিশীলতার পথে হাঁটছে। গত সপ্তাহে থেকে বাজার স্থিতিশীলতার আভাস দিলেও সপ্তাহের প্রথম কার্যদিবস কিছুটা উত্থান হলো দ্বিতীয় কার্যদিবস কিছুটা সূচকের কারেকশন হয়েছে। উঠানামার মধ্যে স্থিতিশীলতার পথে হাঁটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বাড়ছে তেমনি বিনিয়োগকারীরা বাজারমুখী হয়ে লেনদেন বাড়িয়ে দিয়েছেন।

মুলত পুঁজিবাজারে সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বীমা খাত। এখাতের কোম্পানিগুলোর মধ্যে ৪২টির শেয়ার দর বেড়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি ও খাদ্য খাতের কোম্পানিগুলোও উত্থানে অবদান রেখেছে। তথ্যপ্রযুক্ত খাতের ৮টি আর খাদ্য খাতের ৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন যেসব কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে ৬৮টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৮৯টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৮৩ কোম্পানির শেয়ারের দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা দেড় মাস বা ৩১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে চলতি বছরের ২৪ জুলাই আজকের চেয়ে বেশি অর্থাৎ ৭৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৬.৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ০.০৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.১৭ পয়েন্টে ও দুই হাজার ১৪৪.২০ পয়েন্টে।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৫.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৬.৯৮ পয়েন্টে। এছাড়া এসসিএক্স ২০.১৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১.২৬ পয়েন্ট এবং সিএসআই ০.৮৬ পয়েন্ট বড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৯.৫৪ পয়েন্টে, একহাজার ৩০৯.০১ পয়েন্টে, ১৩ হাজার ৪০৮.৮৮ পয়েন্টে এবং একহাজার ১৭৫.৬৪ পয়েন্টে।

সিএসইতে আজ ১৭১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬৯টি। সিএসইতে আজ ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।