শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা দরপতন থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই পুঁজিবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবনতা ছিল। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক কোম্পানি। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। অবশ্য দাম বাড়া বা কমার থেকে দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের বেশিরভাগের শেয়ার বা ইউনিট দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। ক্রেতা সংকট থাকার কারণে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

তবে দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থাকায় সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৮০০ কোটি টাকার ওপরে বেড়েছে। পাশাপাশি বেড়েছে সবকয়টি মূল্যসূচক। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ মূল্যসূচক বাড়লো। অবশ্য এর আগে টানা চার সপ্তাহ মূল্যসূচক কমে। টানা চার সপ্তাহ মূল্যসূচক কমার পর দুই সপ্তাহ সূচক বাড়ার পাশাপাশি দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে।

কিছুদিন আগে ডিএসইতে দৈনিক গড় লেনদেন দুইশ কোটি টাকার ঘরে নেমে গিয়েছিল। সেই লেনদেন এখন বেড়ে চারশ কোটি টাকার ঘরে চলে এসেছে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৮ কোটি ১০ লাখ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ

সূচক ৯০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২ পয়েন্টে এবং ২ হাজার ১৪১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির , কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬২ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৬৪ কোটি ২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৭ কোটি ৪০ লাখ টাকার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮ টির দর বেড়েছে, ৪৮টির দর কমেছে এবং ১৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।