শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এনিয়ে টানা চার কার্যদিবস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। ফলে পুঁজি নিয়ে দু:চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা। মুলত শেয়ার বিক্রির চাপের ফলে ঘুরে দাঁড়াতো পারছে না পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। সূচকের পাশাপাশি দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৫৮টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, দর কমেছে ১২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির। ডিএসইতে ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭ কোটি ৪৫ হাজার টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯ পয়েন্টে। সিএসইতে ১৯০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির দর বেড়েছে, কমেছে ৭৩ টির এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।