শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুনাফা থেকে লোকসানে কোম্পানিটি। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫ পয়সা আয় হয়েছিল। এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দুই প্রান্তিক মিলে বা অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা।

আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ০২ পয়সা আয় হয়েছিল। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত সময়ে ব্যাংকটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৮.৯১) টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৭ টাকা।