শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনভর সূচকের উঠানামার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টানা চার কার্যদিবস দরপতনের পর আজ কিছুটা সূচকের উত্থান হলো। সূচকের এই উত্থানের পিছনে বীমা খাতের সবচেয়ে বেশি অবদান। মুলত জীবন বীমা কোম্পানিগুলো শেয়ারে ভর করে সূচকের উত্থান হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ পয়েন্ট সূচক বাড়লেও লেনদেন দীর্ঘ দুই মাসের মধ্যে সর্বনিম্ন যা গত দুই মাস বা ৩৭ কার্যদিবসের মধ্যে সবনিম্ন লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সর্বশেষ হিসাববছরে (২০২২) লোকসানে থাকা চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা চার লোকসানি কোম্পানি হলো: খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং সমতা লেদার। এর মধ্যে খান ব্রাদার্স এবং ওয়াইম্যাক্স সর্বশেষ হিসাববছরে বিনিয়োগকারীদের নামমাত্র লভ্যাংশ দিয়েছিল। বাকি দুই কোম্পানি বিনিয়োগকারীদের সমাপ্ত বছরে কোন লভ্যাংশ দেয়নি।

সূত্র মতে, আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এদিন ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এপেক্স ট্যানারির শেয়ার লেনদেন হয়েছে ১২৪ টাকায়।

লোকসানি খুলনা প্রিন্টিং আজ ডিএসইতে দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ারদর একদিনে ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ৪০ পয়সায়। আরেক লোকসানি কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বৃহস্পতিবার ১ টাকা বা ৭ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।