শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মুলত বীমা খাতে ভর করে সূচকের বড় উত্থান হলেও লেনদেনে কিছুটা পিছুটান হয়েছে। গত বুধবারের তুলনায় ৭৩ কোটি ৩৭ লাখ টাকার কম লেনদেন হয়েছে।

তবে বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার। তার মধ্যে দাম বেড়েছে ৫৩টির আর অপরিবর্তিত ছিল ৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪১ পয়েন্ট। তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। মুৃলত ১ কার্যদিবসের ব্যবধানে ৭৩ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন কমেছে। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭১ হাজার ৪২৯ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৩০ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টি এবং কমেছে ৭০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৪টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৫ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭০ দশমিক ৭৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি টাকা। আগেরদিন বুধবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৬ হাজার ৬৯১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৪৯ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টি, কমেছে ৬৮টি এবং পরিবর্তন হয়নি ১০১টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৭ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ৭ পয়েন্ট এবং সিএসসিএক্স ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৩০ পয়েন্টে এবং ১৩ হাজার ৪২১ দশমিক ৯৫ পয়েন্টে এবং ১১ হাজার ১৫১ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫১ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪০৯ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৭ দশমিক ৮৮ পয়েন্টে।