শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় ব্যাংক-বীমা ও সিমেন্ট কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বীমা খাতের দুই কোম্পানির ও ব্যাংক খাতের তিন কোম্পানি এবং সিমেন্ট খাতের ১ কোম্পানি রয়েছে। কোম্পানি ছয়টি হলো: রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড এবং সোস্যাল ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড । মুলত মিডল্যান্ড ব্যাংক ও সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের লভ্যাংশে হতাশ হয়েছেন শেয়ারহোল্ডারা।

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ০৬ পয়সা। আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড : মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা। আগামী ২৬ জুন ডিজিটাল