শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: আইটি কনসালট্যান্ট ও দ্য পেনিনসুলা চিটাগং ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।