শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডে নিজেদের মালিকানার পরিমাণ বাড়াচ্ছেন কোম্পানিটির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ ও তার পরিবারের সদস্যরা। সম্প্রতি স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে তারা কোম্পানিটির ২ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫৬৬টি শেয়ার কিনেছেন, যা কোম্পানিটির মোট শেয়ারের ১৪ দশমিক ৮২ শতাংশ।

এর আগে এ বছরের ফেব্রুয়ারি শেষে তাদের কাছে তালিকাভুক্ত কোম্পানিটির ১৩ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ছিল। সব মিলিয়ে বর্তমানে তাদের কাছে কোম্পানিটির ২৮ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

স্টক এক্সচেঞ্জে দেয়া তথ্যানুসারে, গত ১৪ মার্চ কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক কুতুবউদ্দিন আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪টি, উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি এবং পরিচালক সুমাইয়া আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তারা তিনজন কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ১০ হাজার ২৩০টি শেয়ার কেনার ঘোষণা দেন।

একই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে এনভয় টেক্সটাইলসের ২ কোটি ৭ লাখ ৬৫ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৮৮ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা।

এর পরদিন ১৫ মার্চ এনভয় টেক্সটাইলসের ৪১ লাখ ৪৮ হাজার ৩৩৬টি শেয়ার কেনার ঘোষণা দেয় এনভোটেক এভিয়েশন। এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ একই সঙ্গে এনভোটেক এভিয়েশনেরও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। একই দিন ডিএসইর ব্লক মার্কেটে এনভয় টেক্সটাইলসের ৪১ লাখ ৪৮ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ১৯ কোটি ৮ লাখ ২৩ হাজার টাকা। এ শেয়ার ৪৬ টাকা দরে লেনদেন হয়েছে।

সর্বশেষ বুধবার স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে এনভয় টেক্সটাইলসের ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেলটেক সিরামিকস। এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ একই সঙ্গে শেলটেক সিরামিকসেরও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। অবশ্য গতকাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির খুব বেশি শেয়ার লেনদেন হয়নি।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এনভয় টেক্সটাইলসের ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বিদ্যমান বাজারদরে ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রির ঘোষণা দেয় ফন্টিনা ফ্যাশনস। একই দিন সমপরিমাণ শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেন কুতুবউদ্দিন আহমেদ। সেই সময় ফন্টিনা ফ্যাশনসের কাছে এনভয় টেক্সটাইলসের মোট ৭৭ লাখ ৪১ হাজার ৬০৩টি শেয়ার ছিল। পরবর্তী সময়ে এ বছরের ৬ জানুয়ারি শেয়ার কেনাবেচার বিষয়টি নিশ্চিত করেন কুতুবউদ্দিন আহমেদ ও ফন্টিনা ফ্যাশনস।

শেয়ার ক্রয়ের বিষয়ে এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ বলেন, গ্রুপের ব্যবসা ভাগাভাগির মাধ্যমে পাওয়া নগদ অর্থ আমি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটিতে বিনিয়োগ করেছি। এ কোম্পানিটিকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রয়েছে। আমি এনভয় টেক্সটাইলসকে শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত করতে চাই।