শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) ২৭ মার্চ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম চলাকালে এ আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় স্টার অ্যাডহেসিভের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে। কোম্পানিটির এ কিউআইও অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি টাকা শেয়ারবাজার থেকে সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এদিকে কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

প্রসঙ্গত, স্টার অ্যাডহেসিভ দেশের পারটেক্স স্টার গ্রুপের একটি কোম্পানি। কোম্পানিটি ২০১৩ সাল থেকে ব্যবসা শুরু করে। কোম্পানিটির কারখানা নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অবস্থিত। কোম্পানিটি বিভিন্ন ধরনের আঠা তৈরি করে।

যেমন: সিন্থেটিক রাবার আঠা, সিন্থেটিক রজন আঠা, সিন্থেটিক রাবার স্প্রেযোগ্য আঠা, সিন্থেটিক ডিস্টেম্পার আঠা, কাঠ সংরক্ষণকারী, দ্রাবক সিমেন্ট, সিলিকন আঠালো, সুপার আঠা এবং স্প্রে পেইন্ট। এছাড়া কোম্পানিটি ব্রেক অয়েল এবং গ্রিজ উৎপাদন করে।