শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বিক্ষোভ করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আজ লেনদেনের শুরু থেকেই বড় পতন দেখা যায় উভয় বাজারে। ফলে বিনিয়োগকারীরা ব্রেকারেজ হাউজ ছেড়ে মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে। গত কয়েকদিন ধরে পুঁজিবাজার টানা দরপতনের মধ্যে রয়েছে।

এর আগে সাত কার্যদিবসে প্রায় ৩৫০ পয়েন্ট পতনের পর গত বৃহস্পতিবার বাজার ঘুরে দাঁড়ায়। কিন্তু পরের দিন রোববার (২৪ অক্টোবর) শেয়ারবাজারে ফের বড় পতন হয়। আজ সোমবারও (২৫ অক্টোবর) আড়াই ঘন্টার সূচকের বড় পতন হয়। যা ছিল সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ।

এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিঝিল কার্যালয়ের সামনে বিনিয়োগকারীরা জড়ো হতে থাকে। সবার চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। এক পর্যায়ে বিনিয়োগকারীদের সমাগম সমাবেশে রূপ নেয়। এক পর্যায়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের কয়েকজন নেতার আগমণ ঘটে। তারা বিনিয়োগকারীদের সাথে সংহত প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়।

এদিকে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদস্থ কর্মকর্তারা বলছেন, কিছু ভুল বুঝাবুঝির কারণে বাজারে সেল প্রেসার বেড়েছে। যে কারণে বড় পতন দেখা দিয়েছে। তারা বলছেন, আগামী ২-১ দিনের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে।