শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্সের সমাপ্ত অর্থবছরে লভ্যাংশে খুশি নন বিনিয়োগকারীরা। ৩০ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিনিয়োগকারীরা কোম্পানিটির কাছ থেকে আরো ভালো লভ্যাংশ প্রত্যাশা করছিলেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৩২ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটি ১০.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

জানা গেছে, অর্থবছর শেষ হওয়ার ৯০ কর্মদিবসের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করার নিয়ম থাকলেও এবার করোনার কারণে আরও ৩০ কর্মদিবস সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে বিশেষ কোনো কারণে এর মধ্যেও ডিভিডেন্ড ঘোষণা করতে না পারলে সময় আরও বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।