শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৫৫ হাজার ২৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৪ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। স্কয়ার ফার্মা ১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং ১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বিকন ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রহিম টেক্সটাইল, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।