শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩৯ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহে ব্যবধানে কোম্পানিটির শেয়ার লেনদেন ১১৮ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকার বা ৯৮ শতাংশ বেশি হয়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টাকার পরিমাণে সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সপ্তাহজুড়ে এ কোম্পানির ১৪২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ কোম্পানির লেনদেন হয়েছিল।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে উঠে আসে প্রিমিয়ার ব্যাংক। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির ১২০ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের ১১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার টাকার, সিঙ্গার বিডির ১০৪ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকার, ফরচুন সুজের ৮২ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮০ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৬৭ কোটি ৪ লাখ ৮ হাজার টাকার এবং ডাচ-বাংলা ব্যাংকের ৬৩ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।