rupali bankশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)দরতনের তালিকার শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাতের রাষ্ট্রাত্তর কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ।

তবে রুপালী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা না থাকায় উল্টা রথে হাটছিল। আলোচিত সপ্তাহে কম বেশি অধিকাংশ ব্যাংকের শেয়ারের দর বাড়লেও এক্ষেত্রে রুপালী ব্যাংক ছিল আলাদা। ফলে রুপালী ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত এক মাসের রুপালী ব্যাংকের শেয়ারের দর চিত্র:

rupali bank 1 manthজানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ লাখ ৬ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যানুমিলিয়াম। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৮৩ শতাংশ।

গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৮ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানির শেয়ার দর ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯ লাখ ৮৫ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত এক বছরের রুপালী ব্যাংকের শেয়ারের দর চিত্র:

rupali bank 1 yearএছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেকিউ বল পেনে ৭ দশমিক ৬৮ শতাংশ, জাহিন ইন্ডাস্ট্রিজে ৭  দশমিক ২৭ শতাংশ, আরামিটে ৭ দশমিক ২৪ শতাংশ, এইচআর টেক্সটাইলে ৬ দশমিক ৯১ শতাংশ, জিলবাংলা সুগারে ৬ দশমিক ৯০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সে ৬ দশমিক ৬৭ শতাংশ এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডে ৬ দশমিক ৬০ শতাংশ দর কমেছে।