acme lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩০ শতাংশই হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ারে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ১৪০ কোটি ৭৮ লাখ টাকার হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ারে। যা ডিএসইতে মোট লেনদেনের ২৯.৮৬ শতাংশ। এছাড়া কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।

acme 2৮৫.২০ টাকা দিয়ে লেনদেন শুরু হয় একমি ল্যাবরেটরিজের। যা ৩৪.৫ টাকা বা ৪০.৪৯ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১১৭.৯০ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৩৫ টাকা ও সর্বনিম্ন ১১৬ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪১২.৫১ পয়েন্টে। যা সোমবার ১৪.৯৬ পয়েন্ট কমেছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। এ কোম্পানির ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের ১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে চতুর্থ স্থানে রয়েছে এমজেএল বিডি। লেনদেনে এরপর রয়েছে— বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, গ্রামীণফোন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইসলামি ব্যাংক।